বলিউডে অভিষেক হচ্ছে জায়েদ খানের!

জায়েদ খানের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকরা। তাকে চিত্রনায়ক হিসেবে স্বীকৃতি দিতেও আপত্তি তাদের। ফলে নেট দুনিয়ায় নিয়মিত ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হন এ নায়ক। এসব নিয়ে কোনো প্রতিবাদ করেন না তিনি। তার মতে, অযোগ্যরাই ট্রল করেন।

তবে সুযোগ পেলেই সব সমালোচনার জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ জায়েদ। এবার হয়তো সেই সুযোগের দ্বারপ্রান্তে তিনি। শিগগিরিই বলিউডে অভিষেক হতে পারে তার।

এখন জায়েদ মুম্বাইতে অবস্থান করছেন। নিয়মিত বিভিন্ন মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন তিনি। অনেকে মজা করে বলছেন, নিশ্চয়ই বলিউডে অভিনয় করতে যাচ্ছেন বাংলার দাবাঙ!

সত্যিই বলিউডে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে জায়েদের। একটি সংবাদমাধ্যমকে তিনি জানান— ধামাকা আসছে। তবে এর বেশিকিছু বলতে চাইলেন না। বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু খোলাসা করবেন না বলেও জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *