বাংলাদেশে আসার অপেক্ষায় কোয়েল মল্লিক
টালিউডের অন্যতম সুন্দরী ও ফিট অভিনেত্রী কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের কন্যা নয়, বরং নিজের অভিনয়-দক্ষতার জোরেই ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তুলেছেন। প্রায় দুই দশক ধরে সাফল্যের সঙ্গে কলকাতার বাংলা সিনেমায় কাজ করছেন তিনি।
সিনেমার শুটিংয়ে বিভিন্ন দেশে গেলেও কখনো পার্শ্ববর্তী বাংলাদেশে আসা হয়নি তাঁর। কোয়েল বাংলাদেশে আসার অপেক্ষায় আছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি এক ভক্ত তাঁকে বাংলাদেশে আসার অনুরোধ করলে কোয়েল বলেন, ‘আমি অধীর অপেক্ষায় আছি, অবশ্যই শিগগিরই বাংলাদেশে যাব। বাংলাদেশে অনেক দিন থেকে ঘুরে আসব।’
বিভিন্ন সময় বাংলাদেশে কোয়েলকে নিয়ে একাধিকবার সিনেমা তৈরির পরিকল্পনা চললেও তা হয়ে ওঠেনি। তবে এবার সিনেমার জন্য নয়, প্রকৃতির লীলাভূমি বাংলাদেশের অপরূপ আস্বাদন করতেই বাংলাদেশে আসতে চান ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
উল্লেখ্য, ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় কোয়েল মল্লিকের। প্রথম ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছিল জিৎকে। দেব, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তাবড় তাবড় হিরোর সঙ্গে কাজ করেছেন তিনি। সবশেষ কলকাতার জনপ্রিয় এই নায়িকা ২০২১ সালে ‘বনি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন, তারপর সেভাবে সিলভার স্ক্রিনে দেখা যায়নি তাকে।
অভিনেত্রীর ভক্তরা তাকে আবারও পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন। অনেকে তো নেটপাড়ায় কোয়েলের খোঁজও করেন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই মিতিন মাসির বেশে পর্দায় ফিরবেন রঞ্জিতকন্যা। বর্তমানে স্বামী নিসপাল ও ছেলে কবীরকে নিয়ে সংসার করতে ব্যস্ত সময় পার করছেন কোয়েল। তবে মাঝেমধ্যে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে তাকে।