বিয়ের পর আমাদের হানিমুন হয়েছে আমেরিকায়: বুবলী
বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আছেন শাকিব-বুবলী জুটি। পর্দার বাইরেও এই জুটি বাস্তব জীবনের দম্পতি, সে খবর প্রকাশ্যে এসেছে কিছু দিন আগেই।
তাদের বিয়ের কথা স্বীকার করে নিজেদের সন্তান শেহজাদ খান বীরের ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শাকিব-বুবলী দুজনই। তবে বিয়ে, সন্তানের খবর সামনে এলেও এরই মধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছিল বেশ জোরালোভাবে।
শাকিব-বুবলীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশীয় একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে। যদিও খবরটির সত্যতা কতখানি, সেটি এতোদিন অবধি নিশ্চিত করতে পারেননি কেউ। অবশেষে মুখ খুললেন বুবলী।
দেশীয় সংবাদমাধ্যমকে জানালেন এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। বুবলী বলেন, আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়।
তিনি বলেন, আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়।
এসময় জানতে চাওয়া হয় বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন কোথায়? বুবলী বলেন, আসলে বিয়ের সময় এবং বিয়ের পরও কিন্তু আমাদের টানা শুটিং চলছিল। তাই শুটিংয়ের জন্য দেশ-বিদেশের অনেক জায়গায় যাওয়া হলেও আলাদা করে হানিমুনের সময়টা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বের করাটা সম্ভব হচ্ছিল না। কারণ বিয়ের পর হানিমুনের থেকেও আমাদের শুটিংয়ের কমিটমেন্টগুলো গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য লাস্ট টাইম (গত বছর) আমেরিকায়ই হানিমুনের ঘোরাঘুরিটা হয়েছে। তাই বলতে পারেন বিয়ের পর আমাদের হানিমুন আমেরিকায় হয়েছে।
উল্লেখ্য, আড়াই বছর আগে যুক্তরাষ্ট্রে জন্ম দেয়া সন্তানের খবর গোপন রাখেন শাকিব-বুবলী। শাকিবের বড় ছেলে আব্রামের জন্মদিনে গত ২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপরই শেহজাদের খবরটি প্রকাশ্যে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেহজাদকে নিজেদের সন্তান বলে পরিচয় করিয়ে দেন শাকিব খান ও বুবলী।
‘বসগিরি’ থেকে ‘লিডার আমিই বাংলাদেশ’ এই সাত বছরে ১১টির মতো ছবি করেন শাকিব-বুবলী। সম্প্রতি বুবলী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালে ২১ মার্চ শেহজাদের জন্ম হয়।