‘মায়া’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই হয়নি: পূজা

ক’দিন আগে নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরেছেন নায়িকা পূজা চেরী। এরপর থেকেই শোনা যাচ্ছিল, এই সিদ্ধান্তের কারণে শাকিব খান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি। সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’র নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেছিলেন শাকিব। কিন্তু জাজের সঙ্গে মিলে যাওয়ায় বাদ দিচ্ছেন তাকে।

‘মায়া’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই হয়নি: পূজা

এবার এ প্রসঙ্গে মুখ খুললেন পূজা। জানালেন, ‘মায়া’ সিনেমাটি নিয়ে তার সঙ্গে কোনো কথাই হয়নি। তিনি বলেন, ‘আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’

এ সময় শাকিবের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন করব না। আমাকে যদি বলে, সেক্ষেত্রে আমার পছন্দ হলে আমি অবশ্যই করব, না করার কারণ নেই।’
‘মায়া’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই হয়নি: পূজা
এর আগে ২০ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে জাজের কাছে ক্ষমা চেয়ে এ নায়িকা লিখেছিলেন, ‘আমি পূজা চেরী । আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে।

আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া , রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ । আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

এরপর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে পূজাকে ক্ষমা করে জাজ। তারপর থেকেই শাকিব প্রযোজিত সরকারি অনুদানের ছবিটি থেকে বাদ পড়ার গুঞ্জন উঠেছিল তার। এবার বিষয়টি পরিস্কার করলেন এ নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *