মিস ইন্ডিয়ার মুকুট জিতলেন নন্দিনী গুপ্তা
মিস ইন্ডিয়ার মুকুট জয় করেছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে একটি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’-এর ৫৯তম আসর। অনুষ্ঠানে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।
ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর প্রতিযোগীতায় প্রথম রানারআপ দিল্লির শ্রেয়া পুঞ্জা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং।
বর্তমানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন ১৯ বছর বয়সী নন্দিনী। রাজস্থানের কোটা অঞ্চলে জন্ম নেন এই লাস্যময়ী।
জানা গেছ, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী।
প্রসঙ্গত, মিস ইন্ডিয়ার এবারের আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান-অনন্যা পান্ডে। সেই সঙ্গে এটি সঞ্চালনা করেন অনুষ্ঠানটি মনীশ পল ও ভূমি পেডনেকার।