লন্ডনে উড়ে গিয়ে সংসার, এবার হবে বিয়ে!
বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল ২০২১ সালে প্রেমিকা নন্দিতা মাহতানির সঙ্গে বাগদান সেরেছেন বলে গুঞ্জন রয়েছে। এবার শোনা যাচ্ছে, তারা গোপনে বিয়েও করতে যাচ্ছেন! লন্ডনে নন্দিতার সঙ্গে নাকি নতুন সংসার শুরু করতেও যাচ্ছেন বিদ্যুৎ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
বলিপাড়ায় কান পাতলেই দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিদ্যুৎ জামওয়ালের প্রেমের গুঞ্জন। খুব শিগগিরই তাদের চার হাত এক হচ্ছে বলে কথা রটেছিল আগেই।
আরেকটি সূত্র জানায়, বিদ্যুত-নন্দিতা এরই মধ্যে বিয়েটাও নাকি সেরে ফেলেছেন। গোপনীয়তা রক্ষা করতে তাদের বন্ধুরাও মুখ বন্ধ রেখেছেন।
এখন পর্যন্ত তাদের কারো কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ১৫ দিনের মধ্যে সুখবরটি বিদ্যুৎ ও নন্দিতা সবাইকে জানাতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
বিদ্যুৎ জামওয়ালের শুরুটা দক্ষিণী সিনেমা দিয়ে। ২০১১ সালে তেলেগু সিনেমা ‘শক্তি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একই বছর বলিউডেও পা রাখেন ‘ফোর্স’র মাধ্যমে। এরপর ‘কমান্ডো’, ‘জঙ্গলি’ ও ‘খুদা হাফিজ’র মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।