লেখক হতে চান, বই প্রকাশ করবেন পূজা চেরী

লেখক হতে চান অভিনেত্রী পূজা চেরী। সামনে নিজের লেখা বই প্রকাশ করতে চান এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হালের এই উঠতি জনপ্রিয় অভিনয়শিল্পী।

সম্প্রতি বইমেলায় গিয়েছিলেন পূজা চেরী। সেখানে এক প্রশ্নের জবাবে পূজা চেরী জানালেন আগামীতে তাঁর লেখালেখিতে ইচ্ছা আছে।

নিজের বই প্রকাশ করবেন কি না বা ইচ্ছা আছে কি না- এমন প্রশ্নের জবাবে পূজা চেরী বললেন, ইচ্ছা আছে। অবশ্যই ইচ্ছা আছে। যখন আমি পুচকি (ছোট) ছিলাম, একদম পুচকি ছিলাম; যখন কোনোকিছুই বুঝতাম না কিন্তু কবিতা ভালো লিখতাম। আমার মাকে আমি পড়ে শুনিয়েছি।

পোড়ামন ২ খ্যাত এই অভিনেত্রী বললেন, এখন অবশ্য লেখা হয় না। কবিতা খুব ভালো লিখতাম তো আমি আসলে এখন আব্দুল আজিজকে অনুপ্রেরণা ভাবি, তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, আমিও কি তাহলে বই লেখা শুরু করবো? কবিতা লেখা শুরু করবো? তো এখন দেখা যাক।

কবিতার বই কি আসবে নাকি উপন্যাস গল্প? এমন প্রশ্নের জবাবে পূজা চেরী বলেন, শুরু তো করতে কিছু একটা দিয়ে।

এবারের বইমেলায় আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ প্রকাশিত হয়েছে। বইয়ের প্রচারে দুই নায়িকাকে সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিলেন তিনি। এরপর পূজা চেরীকে একই স্টলে বইয়ের প্রচারে দেখা গেল। অবশ্য সেদিন আব্দুল আজিজকে দেখা যায়নি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় পূজার। এরপর জাজের হয়ে ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূর জাহান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কোনো এক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় জাজের ছবিতে দেখা যায়নি পূজাকে।

পরে ক্ষমা চেয়ে ফের জাজের তাঁবুতে ফেরেন এই টিনেজ অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *