শাকিব খানের সিনেমা দেখেন না তার বাবা!
গল্প সিনেমায় নয়, কল্প কাহিনিতে নয়, নয় কোনো মহাকাব্যে। লাখো ভক্তের মতে বাস্তবেই ঢাকাই সিনেমার অবিসংবাদিত বাদশা শাকিব খান! এ দাবি শাকিব খান ভক্তদের। তাদের কারো কাছে তিনি ‘অভিনয়ের ইনস্টিটিউট’, কারো কাছে সমগ্র এশিয়ার সর্বশ্রেষ্ঠ হিরো, আবার কেউ তাকে দেখেন বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষদের মাঝে অন্যতম হিসেবে।
শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই নবান্নের উৎসব দেখা যায় তার অনুরাগীদের মাঝে। প্রিয় তারকার ছবি দেখতে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় জমান শাকিবিয়ানরা। প্রশ্ন জাগে, সন্তানের সিনেমা নিয়ে দেশবাসীর এই উন্মাদনা দেখে কেমন বোধ করেন তার মা-বাবা? তারা কি শাকিবের ছবি দেখেন?
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাব দিয়েছেন শাকিবের বাবা আবদুর রব। জানিয়েছেন, শাকিবের ছবি তিনি দেখেন না।
ওই ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শাকিবের বাবা। এমন সময় এক ইউটিউবারের পাল্লায় পড়েন তিনি। ইউটিউবার বেশকিছু প্রশ্ন করেন শাকিবের বাবাকে। আপনি কি শাকিবের সিনেমা দেখেন— জানতে চাইলে শাকিবের বাবা বলেন, ‘না আমি দেখি না। আগে দেখতাম। হজ করে আসার পর টিভিই দেখি না।’
তবে সিনেমা না দেখলেও শাকিবের জনপ্রিয়তা উপভোগ করেন তার বাবা। এ কথা স্পষ্ট হয় তার এক উত্তরে। আপনার ছেলেকে ঘিরে দর্শকের এই উন্মাদনা কেমন লাগে— জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো লাগে।’
এ সময় শাকিবের দুই সন্তানের কথা তুললে তার বাবার কথায় নাতিদের জন্য স্নেহ ঝড়ে পড়ে। আপনার সঙ্গে কি শাকিবের ছেলেদের দেখা হয়— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আমার নাতি। তাদের সঙ্গে আমার দেখা হবে না!’ এ সময় শাকিবের দুই ছেলের নামও বলেন তিনি।