শাকিব খান একজন প্রফেশনাল মানুষ: ইধিকা পাল
ওপার বাংলার ছোট পর্দায় সুপরিচিত মুখ ইধিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই নায়িকা। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। আর এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নেন তিনি। এরপর জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান অভিনেত্রীর চরিত্রে তাকে দেখা যায়।
এছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। গত ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে অভিষেক ঘটে। সম্প্রতি সিনেমাসহ নানা প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে।
বাংলাদেশ কেমন লেগেছে?
অনেক ভাল লেগেছে। বাংলাদেশের মানুষ অনেক আপ্যায়ন করেছে। এদেশের মানুষরা ভীষণ ভালবাসা দিয়েছে আমাকে। সিনেমা মুক্তির পর তাদের ভালবাসা আমাকে বিস্মিত করেছে।
শুটিং বা ডাবিং করার সময় ব্যতিত ‘প্রিয়তমা’ দেখেছেন কি না?
শুটিং শেষে ডাবিং করার সময় ছাড়া দেখা হয় নি। এখনো দেখা হয়ে উঠেনি। অবশ্যই দেখার ইচ্ছে আছে। আমি প্রিয়তমা দেখতে বাংলাদেশে আসব শিগগিরই।
গল্পের বেশির ভাগ আপনি টেনে নিয়ে গিয়েছেন অনেকের মতে। শুটিং করার সময় আপনার কাছে এমন মনে হয়েছিল কি?
না মনে হয় নি। একটা ছবি কারোর একার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। একটা ছবিতে প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে, প্রত্যেকে সমান ভাবে কাজ করে। আমার কাছে কখনো এমন মনে হয়নি বা ওরকম ভাবে ভাবিনি। পুরো টিম মিলে এক সঙ্গে কাজ করেছি, প্রিয়তমা আমার কাছে টিম ওয়ার্ক ছিল। যে সাফল্য এসেছে সেটা পুরো টিমের স্বার্থেই।
সিনেমার গল্পে অনেক তারাহুরো ছিল বলে দর্শকদের অভিযোগ আছে। এ প্রসঙ্গে আপনার বক্তব্য কি?
শুটিং তো তারাহুড়ো করে করেছি। তবে আমরা আমাদের শতভাগ এফোর্ড দিয়েছি, যতটা ভাল ভাবে উপস্থাপন করা যায়। তারাহুড়ো হলেও কাজটা খুব একটা খারাপ হয়নি।
বাংলাদেশের আর কোনো সিনেমায় আপনাকে দেখা যাবে কি না?
এই মূহুর্তে আমি এটা জানি না। তবে দেখা যাক ভাল কাজ করার ইচ্ছে তো বরাবর থাকে। ভাল কাজ হলে নিশ্চই দেখা যাবে।
বাংলাদেশে আপনার বেশ বড় ফ্যানবেজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নামে ফ্যান কমিউনিটি খুলেছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন?
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে এত বেশি ভালবাসা দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি আরও ভাল কাজ উপহার দেয়ার চেষ্টা করব। এর বেশি আমার কিছু বলার নেই।
সামনে থেকে ব্যক্তি শাকিব খানকে কেমন লেগেছে?
শাকিব অবশ্যই একজন প্রফেশনাল মানুষ। খুব প্রফেশনালী কাজ করেছি আমরা। ওভার অল কাজটা নিয়ে আমার অভিজ্ঞতা খুব ভাল।