শাকিব-বুবলিকে যে প্রশ্ন করতে চান অপু বিশ্বাস (ভিডিও)
চিত্রনায়িকা অপু বিশ্বাস দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারে কাজের জন্য শিরোনামে এসেছেন অনেকবার। যা খুবই স্বাভাবিক। তবে ব্যক্তিজীবনে শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে নিয়েও শিরোনামে এসেছেন অপু বিশ্বাস।
দুই তারকার মধ্যে বিয়ের বিষয়টি নিয়ে জল ঘোলাও কম হয়নি। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের তালাক হয়। বিবাহিত জীবনে অপু বিশ্বাস ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় পুত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন।
দাম্পত্য জীবনে বি’চ্ছেদ হলেও একমাত্র সন্তানকে সুযোগ পেলেই কাছে ছুটে যান নায়ক। তবে দুই তারকার মধ্যে বিচ্ছেদ হওয়ার পর কখনো একসঙ্গে দেখা যায়নি তাদের। তারপরও মাঝে মাঝে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শাকিব খান প্রসঙ্গ উঠলে কথা বলতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবারও কথা বলেছেন তিনি। ইতোমধ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অতিথি হয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিগত অনেক বিষয়ে কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে সঞ্চালক নাজমুল আলম রানা বলেন, অদৃশ্যভাবে এখানে পাঁচজন মানুষ রয়েছেন। তাদের প্রশ্ন করার সুযোগ রয়েছে নায়িকা অপু বিশ্বাসের। তার মধ্যে পূজা চেরিকে কী প্রশ্ন করবেন—জবাবে অপু বিশ্বাস বলেন, ‘ক্যারিয়ারে নিজেকে গুছিয়ে কিভাবে এগিয়ে যেতে চায় সে?’ অভিনেতা জায়েদ খানকে প্রশ্নের বিষয়ে নায়িকা বলেন, ‘আমি তাকে এই প্রশ্ন করতে চাই, আপনি নায়ক হন।’
এরপর শবনম ইয়াসমিন বুবলিকে কোন প্রশ্ন করবেন জবাবে ‘কোটি টাকার প্রেম’ সিনেমার নায়িকা বলেন, ‘ভালো কাজ করছে। কিন্তু কাজের মানগুলো যেমন এমন হয়—মানুষের দোরগড়ায় দ্রুত পৌঁছাতে পারে সে। তিনি অনেক বুদ্ধিমান। একটু প্রোপার ইউটিলাইজ করলে আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। আর এই সিলেকশনের জায়গায় তার কাছে আমার প্রশ্ন।’
চিত্রনায়িকা মৌসুমীর কাছে কী প্রশ্ন করবেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘এখনো এত সুন্দরী কেন? এই সিক্রেটটা জানাতে হবে আমাদের।’
এদিকে সবশেষ নায়ক শাকিব খানের বিষয়ে এই ঢালিউড কুইন বলেন, ‘সবার সামনে তাকে বলতে হবে, আমি এখন, ইয়েস আই অ্যাম আ নাম্বার ওয়ান বাবা। তিনি নাম্বার ওয়ান শাকিব খান বলে না, আমি নাম্বার ওয়ানা বাবা—এ কথা বলতেই হবে তাকে।’.