সবাইকে চমকে দিয়ে হলিউডের ১৬০০ কোটির ছবিতে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধনুষ
বিশ্বের সবথেকে ব্যয়বহুল সিনেমায় অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধনুষ(Dhanush)। যার একটি দৃশ্য শ্যুট করতেই নাকি খরচ হয়েছে ৩১৯ কোটি টাকা। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন একটি দৃশ্য শ্যুট করতে যদি এতো টাকা খরচ হয় তাহলে সম্পূর্ণ সিনেমা তৈরি করার জন্য কত টাকা খরচ হতে পারে? আসুন তাহলে সেই সমস্ত প্রশ্নের উত্তরই জানা যাক।
আমরা সকলেই জানি যে বর্তমানে বলিউডে সিনেমা থেকে বিভিন্ন ওয়েব সিরিজ, দক্ষিণের সিনেমা এবং হলিউডের সিনেমা দেখতে বেশি পছন্দ করছেন দর্শকেরা। এমনকি দক্ষিণের এমন অনেক তারকা রয়েছেন যারা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। তাদের মধ্যেই একজন হলেন ধনুষ, যিনি নেটফ্লিক্সের ইতিহাসে সর্বাধিক খরচের সিনেমায় কাজ করছেন।
যেই সিনেমার নাম ‘দ্য গ্রে ম্যান’, যেটা তৈরি করছেন ‘মার্ভেল অ্যাভেঞ্জারস’ সিরিজের নির্মাতা রুশো ব্রাদার্স। অ্যাকশন মূলক হতে চলছে এই সিনেমা। যেখানে অভিনয় করছেন ধনুষ। সকলের সামনে ইতিমধ্যেই সিনেমার বাজেট নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। যা জানার পর রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের। কারণ, এই সিনেমার একটি দৃশ্য তৈরিতে যে টাকা খরচ হয়েছে তা দিয়ে বলিউডের গোটা একটা সিনেমা তৈরি সম্ভব।
কারণ, একটি দৃশ্য শ্যুটিং করতেই খরচ হয়েছে ৩১৯ কোটি টাকা আর সম্পূর্ণ সিনেমা তৈরিতে খরচ হবে ১৬০০ কোটি টাকা। আসলে বিশ্বের বিভিন্ন সুন্দর সুন্দর সমস্ত জায়গায় এই শ্যুটিং হবে। একমাস ধরে নাকি একটি দৃশ্যের শ্যুটিং চলছে। এই সিনেমায় দেখা যাবে হলিউডস্টার রায়ান গসলিংকে। এই অভিনেতার লড়াইয়ের দৃশ্যতেই নাকি প্রচুর টাকা খরচ হতে চলেছে।