সাকিব আল হাসানের সঙ্গী রাজ রিপা!

ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা রাজ রিপা। বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও তার পরিচিতি আছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন বিজ্ঞাপন। এতে তাকে দেখা গিয়েছে বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে কাজ করেছেন রাজ রিপা। এটি নির্মাণ করেছেন আজমান রুশো। নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে রাজ রিপা বলেন, চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছে বলে আমার বিশ্বাস। ডিরেক্টর রুশো ভাই, সাকিব আল হাসান ভাই ও দর্শেকর প্রশংসায় আমি গর্ববোধ করছি। একজন অলরাউন্ডারের পাশে দাঁড়িয়ে আমার যোগ্যতা প্রমাণ করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি।

গত বছরের সেপ্টেম্বরে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রাজ রিপাকে। সেখানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *