সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব: পরীমণি
বিশ্বকাপ শুরুর দিন থেকেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন পরীমণি। বিশেষ করে তিনি আর্জেন্টিনা দলের কঠিন সমর্থক। বিশেষ করে লিওনেল মেসির জন্য পাগল তিনি। সেকারণে এই দলটির খেলার সময় সামাজিক মাধ্যমে আকাশি-সাদা জার্সি গায়ে জড়িয়ে তোলা ছবি প্রকাশ করেন। আবার কখনও কখনও মেসিকে পাঠান উড়ন্ত চুমু।
শনিবার রাত ১টায় নেদাল্যান্ডসের মুখোমুখি হয় আর্জেন্টিনা। বরাবরের মতো এ রাতেও খেলা দেখতে বসেন পরীমণি। তখন সামাজিক মাধ্যমে লেখেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। প্রমিজ।’
পরীর এমন পোস্টে অবাক হয়েছেন তার অনুরাগীরা। তাদের প্রশ্ন—আর্জেন্টিনার সমর্থক হয়ে কেন তিনি ব্রাজিলের জার্সি গায়ে ঘুরবেন? নায়িকা সেই উত্তর না দিলেও বোঝা যাচ্ছে, মজা করার জন্য এটা লিখেছেন। কারণ এর আগের খেলায় ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
শুধু তাই নয়, পরীর স্বামী রাজও ব্রাজিলের সমর্থক। সুতরাং এটাও ধরে নেওয়া যায়, স্বামীকে খোঁচাতে ব্রাজিলের জার্সি পরে থাকবেন তিনি। আবার এমনটাও হতে পারে, তাকে সমবেদনা দেবেন এভাবে।
পরী এখন একরত্তি ছেলে রাজ্যকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেকারণে আপাতত কাজে ফিরতে চান না তিনি। তার মতে, কাজে পরেও ফেরা যাবে কিন্তু মাতৃত্বের এই সময়টা পাওয়া যাবে না।