সাড়ে ছয় বছর রিলেশনে ছিলাম, এখন সিঙ্গেল : পারসা ইভানা

ঢাকায় ততক্ষণে রাঙা সূর্যটা বেশ হেলে পড়েছে। পৌষের এমন শীতসন্ধ্যায় চলভাষে একবারেই পাওয়া গেল ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানাকে। আলাপচারিতার শুরুতেই জানতে চাওয়া, কোথায় আছেন? ও প্রান্ত থেকে উত্তর, ‘বাসায়।

বাসায়! শুটিংয়ের ব্যস্ততা নেই? ইভানা বললেন, ‘এ মাসে ছয়টা একক নাটক করলাম আর একটা সিরিয়াল করছি।’ তাহলে তো সময় বেশ ভালোই যাচ্ছে। তা ২০২০ সাল কেমন গেল আর ২০২১ সালের পরিকল্পনায় কী কী আছে?

পারসা ইভানা একনাগাড়ে বলে গেলেন, ‘২০২০ সালটা সবারই খারাপ গেছে। আমাদের আশা ছিল না এমনটা হবে। প্রত্যেক বছর যখন শুরু হয়, তখন একটা প্রত্যাশা ও পরিকল্পনা থাকে, এভাবে শুরু করব। এ বছর যে পরিকল্পনা ছিল, করোনার জন্য সেটা হয়নি। আসলে ২০২০ সালে আমি একটি জিনিস শিখেছি, কোনো কিছু প্ল্যান করে আসলে হয় না। আল্লাহ যেটা চাইবেন, সেটাই হবে। তাই ২০২১ নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই। যেভাবে যাচ্ছে, সেভাবে যাবে। ২০২০ খারাপ গেছে, আবার ভালোও গেছে আমার ক্যারিয়ারের জন্য। আমি বেশ কিছু কাজ করেছি, যেগুলো খুব ভালো গেছে। সো, ২০২০ আমার ক্যারিয়ারের জন্য ভালো ছিল। চেষ্টা করেছি করোনাকালে দর্শককে ভালো ভালো কাজ উপহার দিতে আর ভালো ভালো কাজ করতে।’

অভিনেত্রীর যেহেতু আগামী বছর নিয়ে কোনো পরিকল্পনা নেই, তাই প্রশ্ন করাটা ঠিক হবে কি না; ভাবতে ভাবতে জানতে চাওয়া হলো, আমাদের দেশে তো অনেকেই ওটিটি প্ল্যাটফর্মে ঝুঁকছেন। নতুন এই মাধ্যমে আপনার দেখা মিলছে না কেন?

সাড়ে ছয় বছর রিলেশনে ছিলাম, এখন সিঙ্গেল : পারসা ইভানা

ইভানা যেমন উত্তর দিলেন, তাতে এটা স্পষ্ট—তাঁর ইচ্ছে আছে, কিন্তু নিজেকে প্রমাণ করার মতো চরিত্র ঠিক ব্যাটে-বলে মিলছে না। অভিনেত্রীর ভাষ্যে সেটা এমন, ‘আমার ইচ্ছে আছে। যদি কোনো ভালো ক্যারেক্টার পাই, ভালো গল্প—যেটাতে আমি আমাকে ভাঙতে পারব। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার থেকে ভিন্ন যেন কিছু হয়; এমন কোনো অফার পেলে বা পরিচালকেরা যদি আমাকে নিয়ে সাহস করেন যে আমি পারব; তাহলে অবশ্যই করব।’

এরপর জানতে চাওয়া, ছোট পর্দার অভিনেত্রীরা নাকি নিয়মিত সিনেমার প্রস্তাব পেয়ে থাকেন। এত প্রস্তাবের ভিড়েও তাঁদের সিনেমায় দেখা মিলছে না কেন? আপনার ক্ষেত্রে আসলে কোথায় মিলছে না?

পারসা ইভানা সেই না মেলার গল্পটা বলেছেন এভাবে, ‘সিনেমার বেশ কিছু অফার পেয়েছি। কিন্তু আমি আসলে মনে করছি, এখনো সিনেমার জন্য প্রস্তুত নই। সিনেমায় অনেক দায়িত্ব থাকে। কারণ, বড় পর্দা সবাই দেখে, অনেক নিখুঁত হতে হয় ব্যাপারটা। তো আমার কাছে মনে হয়, আমি শিখছি। আমি সিনেমার অফার পেয়েছি, কিন্তু আমার একটা স্বপ্ন আছে সিনেমা নিয়ে। আমি যদি সিনেমা করি, তবে হবে একটি ডিফারেন্ট গল্প। যেমন—মনপুরা, আয়নাবাজি, দেবী—এই টাইপের সিনেমা আমি করতে চাই। যেখানে আমি গল্পটা… মানে চরিত্রটা মানুষ মনে রাখে।’

এই গল্প বলতেই মনে পড়ল, পারসা ইভানা ‘শোবার ঘর’ শিরোনামে একটি নাটকে কাজ করেছিলেন। নাটকে তাঁকে সাহসী চরিত্রে (সমালোচকদের মতে) দেখা মিলেছে, যেটা নিয়ে সমালোচনাও হয়েছিল। ওই ধরনের চরিত্রে আর দেখা মিলছে না কেন?

পারসার জবানে এই মেলা না মেলার কারণটা এমন, ‘নাটকটা ছিল স্বামী-স্ত্রীর গল্পের। যেটা আসলে ইউটিউবের জন্য নির্মাণ করা হয়েছিল। আমি এখন টিভি নাটক বেশি করছি। টিভিতে আমাদের একটু দায়বদ্ধতা থাকে, ইউটিউবে তেমনটা থাকে না। ওই নাটকে আমার ক্যারেক্টার যতটুকু ডিমান্ড করেছে, আমি ততটুকু করেছি। এখন টিভি নাটক বেশি করছি, তাই ওভাবে দেখা যাচ্ছে না। একই ক্যারেক্টার তো মানুষ বারবার প্লে করতে চায় না। ভবিষ্যতে যদি ভালো কোনো ক্যারেক্টার আসে, কিংবা ক্যারেক্টারের প্রয়োজনে যদি সাহসী রোল প্লে করতে হয়, যদি আমার কাছে মনে হয় আমাদের দেশের জন্য মানে দর্শক এটা মেনে নিতে পারবে, সেই হিসেবে আমি জাজ করে ক্যারেক্টারটা করব।’

ফোন রাখার আগে সবশেষ প্রশ্নে পারসা ইভানার কাছে জানতে চাওয়া, শোবিজের তারকাদের প্রেম-বিয়ে নিয়ে প্রচুর গুঞ্জন থাকে। আপনাকে ঘিরে কী গুঞ্জন আছে বলে আপনি শুনেছেন?

পারসা ইভানা যে উত্তরটা দিয়েছেন, সেটা অনেকের জন্যই কিন্তু সুখবর! সেই উত্তরটা হচ্ছে, ‘আমার নামে কোনো রিউমার নেই। আমি সাড়ে ছয় বছর একজনের সঙ্গে রিলেশনে ছিলাম। কিন্তু সাম হাউ এটা ওয়ার্ক করেনি। ২০২০ সালে আমাদের ব্রেকআপ হয়েছে। এটা অনেকেই জানত। রিউমার নেই। আমি এখন সিঙ্গেল।’ পরিকল্পনা যেহেতু ধাতে নেই, দেখা যাক, ২০২১ সালে পারসা ইভানার কপালে কী আছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *