সিনেপ্লেক্সে যে আরাম পাই, সেটা অন্য কোথাও পাই না: পরীমণি
অবশেষে বন্দর নগরী চট্টগ্রামে চালু হলো দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা করে।
চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত সুপরিসর এই মাল্টিপ্লেক্সের রয়েছে তিনটি হল। যার আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)টি। ৩ ডিসেম্বর থেকে চট্টগ্রামের দর্শকরা এই মাল্টিপ্লেক্সে সিনেমা উপভোগ করতে পারবেন।
জমকালো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে উড়ে এলেন তারকা দম্পতি রাজ-পরী। চকবাজারের অত্যাধুনিক এই মাল্টিপ্লেক্সে এসে মুগ্ধতা প্রকাশ করেছে এই দম্পতি।
পরী বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে যে আরাম পাই, সেটা অন্য কোথাও পাই না। মানুষ এখন আরাম-আয়েশে বিনোদন নিতে চায়। তো সেই ব্যাপারটা সিনেপ্লেক্সেই পাওয়া যায়। চট্টগ্রামের দর্শকরা এখন সেই আরামটি পাবেন। আরাম করে আমাদের সিনেমাগুলো দেখবেন। সেটাই স্বস্তির বিষয়।’
সঙ্গে চট্টগ্রাম যাওয়ার প্রসঙ্গও টানেন এই চনমনে নায়িকা। বলেন, ‘একদিন আগে এসে লাভ হয়নি, কোথাও ঘুরতে যেতে পারিনি। তবে প্রোগ্রাম শেষে চট্টগ্রামে একটু ঘোরাফেরার প্ল্যান আছে আমাদের।’