সিনেমায় জেসিয়া : নায়িকা হচ্ছেন নিরবের, সঙ্গী ঋতুপর্ণাও

নেমায় নাম লেখাতে যাচ্ছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম। যৌথ প্রযোজনায় নির্মাণ হতে যাওয়া ‘স্পর্শ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রথম সিনেমায় তাঁর নায়ক হতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একধিক জন এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে। ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও খরাজ মুখোপাধ্যায়।

সিনেমাটির গল্প প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য, মানুষের সম্পর্কের টানাপোড়েনের গল্প। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এই ছবির মূল উপজীব্য।

সিনেমাটি নির্মাণ করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আর কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। পরিচালনা করবেন ঢালিউডের অনন্য মামুন আর টলিউডের অভিনন্দন দত্ত।


জানা গেছে, কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে দ্রুতই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *