সেই তুলনায় বুবলী এখনো নবাগত: মাহফুজ আহমেদ

ছোটপর্দার পাশাপাশি রূপালি পর্দাতেও মাহফুজ আহমেদ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে দীর্ঘদিন তাকে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ৮ বছর পর নতুন সিনেমায় কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।

২ নভেম্বর থেকে শুরু হয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। সিলেটে এর দৃশ্যধারণ হচ্ছে।

জানা গেছে, সিলেটে টানা ২৮ দিন হবে ছবিটির। এই সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান সিলেটেই শুটিং হবে।

সেই তুলনায় বুবলী এখনো নবাগত: মাহফুজ আহমেদ

দীর্ঘ বিরতির পর সিনেমায় যুক্ত হয়ে মাহফুজ আহমেদ বলেন, পারিবারিক কারণে ব্যস্ত থাকতে হয়। ব্যবসায়িক কাজের জন্য দেশের বাইরে দীর্ঘদিন ছিলাম। আমার ভেতর সব সময় অভিনয়ের তৃষ্ণা বিদ্যমান। আমার যে রোমান্টিক ইমেজ তার জন্য চয়নিকা চৌধুরীর অবদান প্রশংসার দাবি রাখে।

কারণ সেই সময় তার অনেক সুন্দর গল্পের নাটকে সুযোগ করে দিয়েছেন। অভিনেতা ও নির্মাতার যে পেশাদারিত্ব আমরা দু’জন খুব সুন্দরভাবে পালন করেছি বলেই ৮ বছর বিরতির পরও একটি অসাধারণ চরিত্র তিনি আমাকে দিয়েছেন। আমিও সিনেমায় ফেরার জন্য এমন একটি গল্পের অপেক্ষায় ছিলাম। রুপালি পর্দার প্রতি আমার সব সময় একটা দুর্বলতা রয়েছে। প্রতিটি শিল্পীর এই বিশাল ক্যানভাসে নিজের প্রতিচ্ছবি দেখতে চায়।

আপনি তো মৌসুমী, শাবনুর ও পপির বিপরীতে সিনেমায় কাজ করেছেন। বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে? মাহফুজ বলেন, যাদের নাম বলেছেন সবাই গুণী শিল্পী। উনাদের সবারই আলাদা অভিনয় স্টাইল রয়েছে। সেই তুলনায়
এখনো বুবলী নবাগত বলা যায়। তবে তার মধ্যে বিনয় এবং পরিচালকের নির্দেশ মেনে কাজ করার গুণ রয়েছে।

‘প্রহেলিকা’ সিনেমায় নিচের চরিত্র সম্পর্কে মাহফুজ বলেন, সচরাচর সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেন নায়ক-নায়িকা। কিন্তু এই সিনেমায় প্রতিটি চরিত্রই কেন্দ্রীয়, সবাই হিরো। আমি মনা চরিত্রে অভিনয় করছি যে কিনা রহস্যময় তবে অতি সাধারণ ছেলে। সমাজের কিছু ঘটনার কারণে সে অন্যরকম হয়ে যায়। সিনেমার শেষ দৃশ্যে দর্শকরা আমার রহস্যময় চরিত্রের পুরোটা জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *