হানিমুন থেকে ফিরেই পূর্ণিমার সুখবর

চলতি বছরের মাঝামাঝি সময়ে বিয়ের খবরে আলোচনায় আসেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সেরেছেন হানিমুন।

এবার কাজে মনোযোগী হচ্ছেন তিনি।

ইতোমধ্যেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন পূর্ণিমা। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘আহারে জীবন’। এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ।

জানা যায়, বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এই সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ‘হৃদয়ের কথা’র নায়িকা।
পূর্ণিমা
সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে আরো অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ।

করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হবে ‘আহারে জীবন’। আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে।

সর্বশেষ পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *