হ্যারি পটার অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন

‘হ্যারি পটার’ সিনেমার হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোল্ট্রান (৭২) আর নেই। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই অভিনেতা স্কটল্যান্ডের ফলকির্কের হাসপাতালে মারা গেছেন

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র বেলিন্ডা রাইট, খবর বিবিসির।

হ্যারি পটার অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন

রবি কোলট্রেনের কর্মজীবন শুরু হয়েছিল ১৯৭৯ সালের টিভি সিরিজ প্লে ফর টুডের মাধ্যমে। এ ছাড়া বিবিসি টিভি কমেডি সিরিজ ‘এ কিক আপ দ্য এইটিজ’-এ অভিনয় করেও বেশ খ্যাতি পেয়েছিলেন এ অভিনেতা।

নাটকে অভিনয়ের জন্য ২০০৬ সালের নববর্ষের সম্মানীয়দের তালিকায় কোলট্রেনকে ওবিই করা হয়েছিল এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে বাফটা স্কটল্যান্ড পুরস্কারে ভূষিত করা হয়।

23 thoughts on “হ্যারি পটার অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *