১৫ দিনে তাদের কোটি ভিউ

এ সময়ের ব্যস্ততম তারকা জুটি আফরান নিশো ও তানজিন তিশা। এ জুটির আলোচিত নাটক ‘আই অ্যাম সিঙ্গেল’। গত ৮ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। তারপর থেকেই প্রশংসা কুড়াচ্ছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত এ নাটক। মাত্র ১৫ দিনে নাটকটির ভিউ ১ কোটির ক্লাব ছাড়িয়েছে।

এ নাটকের গল্পে নিশো একজন প্লেবয়ের চরিত্রের অভিনয় করেছেন। তাই নিশোর সঙ্গে এ নাটকে ৩ জন নায়িকাকে দেখা গেছে। তারা হলেন—তানজিন তিশা, নাদিয়া মীম ও সালহা খানম নাদিয়া। তানজিন তিশা প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। বাকি দুজনকে অতিথি শিল্পী হিসেবে দেখা যায়। ভিউয়ের বিচারে ‘আই অ্যাম সিঙ্গেল’ আফরান নিশো, তানজিন তিশা এবং নির্মাতা জাকারিয়া সৌখিনের সবচাইতে দ্রুততম কোটির মাইলফলক।

এই প্রাপ্তিতে আনন্দিত নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি দারুণ একটি ব্যাপার। আমরা তো দর্শকের জন্যই নির্মাণ করি; তাই তারা যখন আমার নির্মাণ গ্রহণ করেন, চমকপ্রদ ফিডব্যাক দেন, তখন অবশ্যই ভালো লাগে।’

ভিউ দিয়ে নাটকের মান বিচার নিয়ে বিতর্ক রয়েছে। এ বিষয়ে জাকারিয়া সৌখিন বলেন—‘ইদানীং একটি বিতর্ক শুরু হয়েছে, ভিউ মানেই ভালো কাজ নয়। আমি মনে করি, এটা এক ধরনের হিপোক্রেসি। কোনো নির্মাতা কিংবা শিল্পী নিজে একা একা বাসায় বসে দেখার জন্য কাজ করেন না। সবাই দর্শকের জন্যই কাজ করেন। তাই ভিউ ব্যাপারটা অবশ্যই ভালো লাগার। ব্যাপারটা যখন ইউটিউবে ঘটে তখন বলা হয় ভিউ বেশি, যখন সিনেমা হলে ঘটে তখন বলা হয় শো হাউজফুল।’

ভিউয়ের দৌড়ে যেমন এগিয়েছে নাটকটি, তেমনি দর্শকরাও তাদের ভালোলাগার কথা মন্তব্য করে জানিয়েছেন। নিশোর চরিত্র কারো কারো জীবনের সঙ্গে মিলে গিয়েছে বলেও দাবি করেছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *