২০ বছর পর মারুফ-রত্নাকে নিয়ে নতুন ঘোষণা দিলেন কাজী হায়াৎ

‘ইতিহাস’ সিনেমা দিয়ে ইতিহাস করেই ঢাকাই চলচ্চিত্রে আগমন নায়ক কাজী মারুফের। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করে দিয়েছিলেন তিনি।

গানে, গল্পে ও নির্মাণে ‘ইতিহাস’ সিনেমাটি কাজী মারুফ তো বটেই তার ‘আব্বা’ বরেণ্য চিত্র পরিচালক কাজী হায়াতেরও ক্যারিয়ারেরও অন্যতম একটা সিনেমা। এবার ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে।

কাজী মারুফ ও রত্নাকে দিয়ে শুরু হবে সিনেমা। এটিও নির্মাণ করবেন কাজী হায়াৎ। বেশ কয়েক দিন ধরেই সিনেমাটি নির্মাণের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তার সত্যতা পাওয়া গেছে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে কাজী হায়াৎ বলেন, ‘ভালো লাগছে এজন্য যে ‘ইতিহাস’র মতো সুপারহিট সিনেমার সিক্যুয়েল করতে পারছি ভেবে। চলতি বছরই মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে ‘ইতিহাস-২’-এর দৃশ্যধারণ শুরু করবো। সব প্রস্তুতি চলছে।’

‘সিনেমার গল্প লেখার কাজ শেষ করছি। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ ও রত্না। যেখানে ‘ইতিহাস’ শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ‘ইতিহাস ২’। বিশ বছর পর জেল থেকে মারুফ বেরিয়ে আসবে। তারপর বর্তমান সময়ের প্রেক্ষাপটে চলবে গল্প। আর শুরুতে ১০ মিনিট ‘ইতিহাস’ সিনেমার বিভিন্ন দৃশ্য দেখানো হবে’- যোগ করেন ‘আম্মাজান’খ্যাত নির্মাতা।

তিনি বলেন, মারুফ ও রত্না ছাড়া আর কেউ এখনো চূড়ান্ত নয়। কাজী হায়াত আরও বলেন, ‘মারুফ যুক্তরাষ্ট্রে থাকে। সেখানে তার ব্যবসা আছে। অনেক ব্যস্ত থাকে। তাই কাজগুলো গুছিয়ে শেষ করতে সময় লাগছে। দুই মাস পর ও দেশে আসবে। তখনই সব কিছু ঠিক করে ‘ইতিহাস-২’ ছবির শুটিং শুরু করবো। সিনেমায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গল্প থাকবে। তাই দুই দেশেই হবে শুটিং।’

‘ইতিহাস’ সিনেমায় কাজী মারুফ ও রত্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, কাজী হায়াৎ, ডিপজলসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *