৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো: সোহানা সাবা

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ছোট ও বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি কথা বলাতেও তিনি বেশ পটু। গত মাসেই বিটিভিতে ‘তারার মেলা’ নামে একটি সাপ্তাহিক সেলিব্রেটি শো উপস্থাপনা শুরু করেছেন তিনি। অনুষ্ঠানটির জন্য ভালো সাড়াও পাচ্ছেন।

কাজের বাইরে সাবার সময় কাটে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়েই। গত সাত বছর ধরে ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন সিঙ্গেল মাদার সাবা। সম্প্রতি ঘর-সংসার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। তার কথায়, ‘৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।’

৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো: সোহানা সাবা

সোহানা সাবা বলেন, ‘আমি পণ করিনি সারাজীবন একা থাকব। যখন সময় হবে তখনই সঙ্গী খুঁজে নেব। আমি ক্লাস এইট-নাইন থেকে শোবিজে কাজ শুরু করি। এরপর শুধু কাজের মধ্যেই ছিলাম। বিয়ের পর আমার জীবনটা আরও ছোট হয়ে আসে। আমার বন্ধুরা পড়াশোনার পর জীবনটা উপভোগ করার অনেক সময় পেয়েছে। আমি তখন সংসার আর অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।’

একটু আগে আগে বিয়ে করে ভুল করেছেন নাকি? এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, ‘কার সঙ্গে কার জুটি, সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আমি বলতে চাই, বিয়ে মানে একটা লাইফটাইম ডিসিশন। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমার কাজ সমাপ্ত করেছেন সাবা। শেষ করেছেন আরেক গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। কিছুদিন আগে কলকাতার একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *