‘গরম মহল্লা’

নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক ‘গরম মহল্লা’। এআর এন্টারটেইনমেন্টের ব্যানারে সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। রাজধানীর একটি মহল্লার চিত্র তুলে ধরা হয়েছে বলে জানান এই নির্মাতা।

দুই প্রভাবশালী পরিবারের উপর নির্মিত এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, শমি, হারুন বান্টি, নীলা ইসলামসহ অনেকেই।

এ প্রসঙ্গে নাসির উদ্দিন মাসুদ বলেন, ‘ঢাকার শহরের একটি মহল্লাকে কেন্দ্র করে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। মানুষ বংশ পরম্পরায় জায়গা সম্পত্তি পায় এটি আমরা দেখেছি। তবে এই নাটকে দেখা যাবে বংশ পরম্পরায় দ্বন্দ্ব পাওয়ার ঘটনা। এলাকায় দুই পরিবারকেই দাওয়াত দেওয়া হয়। মহল্লার কোন সালিশ হলে বিচারক হিসেবে দুই পরিবারের দুজন বিচারকের আসনে বসেন। মহল্লার প্রভাব বিস্তারের বিভিন্ন কর্মকাণ্ড এতে তুলে ধরা হয়েছে।’

নাটকটির শুটং শেষ হয়েছে। খুব দ্রুত একটি বেসরকারি টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে বলে জানান নাসির উদ্দিন।

1,010 thoughts on “‘গরম মহল্লা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *