বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে: মুখ খুললেন মিথিলা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে তারকা দম্পতি সৃজিত-মিথিলার বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। মিডিয়ায়ও এ নিয়ে সংবাদ প্রচার হয়েছে। এবার তাই ডিভোর্স প্রসঙ্গে মুখ খুলেছেন মিথিলা।

মেয়েকে নিয়ে ছুটি কাটাতে ব্যাংকক গিয়েছিলেন মিথিলা। কলকাতায় ফিরে একটি ওটিটি প্লেকে মিথিলা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমাদের সাধারণ একটি পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করতে পারে, এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন।’

এক বন্ধুর কাছে প্রথম এই খবর জানতে পারেন মিথিলা। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। এ কথা শুনে আমি তো হতবাক। কারণ কত সহজে লোকজন আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে! আমরা তো তেমন কিছুই লিখিনি।’

বিয়েবিচ্ছেদের এই গুঞ্জনকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেন মিথিলা। তার ভাষায়—‘আমার কাছে এই বিষয়টি খুব অনৈতিক। আমাদের একটি মেয়ে আছে, সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকা পড়েছিলাম। আমি জানি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিন শেষে একজন নারীর মানহানি হচ্ছে, এটা ঠিক নয়।’

কয়েক দিন আগে মিথিলা তার ইনস্টাগ্রামে ইংরেজি ভাষায় একটি পোস্ট দেন। যার বাংলা তরজমা দাঁড়ায়—‘তুমি কীভাবে জানো প্রেম সত্যি? এটা যদি সুন্দর হয়ে থাকে তবে তুমি তা কীভাবে জানো? এই উত্তর খুঁজে পেতে তুমি কতদূর যেতে পারবে, আগেই জেনে নেবে এটা এখানে নেই।’

অন্যদিকে একই দিনে সৃজিত মুখার্জি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন পোস্ট করেন। যার বাংলা তরজমা দাঁড়ায়—‘সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের প্রয়োজন নেই। সেখানে কিছু প্রমাণ করার নেই। সব একই আছে। শুধু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’

তারপর দুইয়ে দুইয়ে চার মেলাতে কার্পন্য করেননি নেটিজেনরা। এরপরই মূলত, শুরু হয়ে এই দম্পতির বিয়েবিচ্ছেদের গুঞ্জন।

3 thoughts on “বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে: মুখ খুললেন মিথিলা

  • 16 December 2023 at 7:03 pm
    Permalink

    I like the helpful information you provide for your articles. I’ll bookmark your weblog and check once more right here regularly. I’m slightly certain I’ll learn a lot of new stuff proper here! Best of luck for the next!

  • 21 March 2024 at 4:49 pm
    Permalink

    Today, I went to the beach with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *