যুক্তরাষ্ট্রের থিয়েটারে শাকিব খানের ‘গলুই’

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘গলুই’। সিনেমায় তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী। আগামী ১৫ জুলাই মহাসমারোহে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাটি মুক্তি দেয়া হবে। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে গলুই সিনেমার।

এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। এরই মধ্যে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে বেশ উচ্ছসিত শাকিব খান। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গলুই সিনেমার প্রিমিয়ারে থাকবেন শাকিব খান। সিনেমার প্রমোশনের বিষয়ে সিনেমার পরিচালকের সাথে নিয়মিত খোঁজ খবর রাখছেন এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রে প্রথমবার শাকিব খানের সিনেমা মুক্তি দেয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে, আমরা চাই সুস্থ চলচ্চিত্র, সুস্থ বিনোদনে জয় হোক সর্বত্র।

তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস। ’ দর্শকরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন এমন প্রত্যাশা জানিয়ে বায়োস্কোপ ফিল্মসের ব্যাবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন,“যুক্তরাষ্ট্রে শাকিব খানের অনেক ভক্ত অনুরাগী রয়েছেন, কিন্তু এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি।

এই প্রথম যুক্তরাষ্ট্রের থিয়েটারে চলবে ‘গলুই’। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন। ”

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরিচালক এস এ হক অলিকের ‘গলুই’ মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিয়ে দারুন উচ্ছ্বসিত নির্মাতা। তিনি বলেন,‘ আমরা একটি পরিপূর্ন বাংলা সিনেমা আমেরিকা প্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন। ’

গত ঈদুল ফিতরে বাংলাদেশে গলুই সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

211 thoughts on “যুক্তরাষ্ট্রের থিয়েটারে শাকিব খানের ‘গলুই’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *