সিনেপ্লেক্স এবার সিলেটে, চালু হচ্ছে ‘হাওয়া’ দিয়ে

দেশের সিনেমা ইন্ডাস্ট্রির পুনরুত্থানের জন্য উন্নতমানের প্রেক্ষাগৃহ প্রয়োজন, একবাক্যে এ কথা সবাই মেনে নেন। ক্রমশ এই ধারণার বাস্তবতা দেখা যাচ্ছে। সেই সুবাদে মাল্টিপ্লেক্সের সংখ্যাও বাড়ছে দিনদিন।

এবার সিলেটে চালু হচ্ছে অত্যাধুনিক সিনেমা হল। যেটার নাম দেওয়া হয়েছে ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’। আগামী শুক্রবার (২৯ জুলাই) বহুল আকাঙ্ক্ষিত ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে এর উদ্বোধন হবে।

এটি মূলত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট-এর একটি অংশ। সিলেটের বড়শালার এয়ারপোর্ট রোডে অবস্থিত এই পাঁচতারকা হোটেল চালু হয়েছে গত জুন মাসে। এর ভেতরেই সিনেপ্লেক্সটি বানানো হয়েছে। হোটেল উদ্বোধনের পর থেকে এখানে পরীক্ষামূলক সিনেমা প্রদর্শন করে আসছিল কর্তৃপক্ষ। এবার আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য চালু হচ্ছে হলটি।

জানা গেছে, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে শো টাইম এখনো চূড়ান্ত করা হয়নি।

‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’-এর পিকচার কোয়ালিটি টুকে। এখানে থাকছে ডলবি ডিজিটাল ৭.১ সাউন্ড সিস্টেম। যারা গ্র্যান্ড সিলেটে থাকবেন বা বুফে খাবার খেতে আসবেন, তারা বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ পাবেন।

‘হাওয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। তার সিনেমা দিয়ে একটি সিনেপ্লেক্সের যাত্রা হচ্ছে, এ নিয়ে উচ্ছ্বসিত তিনি। সুমনের ভাষ্য, ‘সিলেটে প্রথমবারের মতো সিনেপ্লেক্স চালু হচ্ছে- এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। আরও আনন্দিত হয়েছি যে, তারা আমাদের সিনেমা দিয়েই এটি উদ্বোধন করবে। আশা করছি সিনেমা ইন্ডাস্ট্রির অগ্রযাত্রায় এই প্রেক্ষাগৃহ দারুণ ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ। সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *