‘সিন্ডিকেট’-এর কবলে মিথিলা

অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এর কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যেতেও হয় তাকে। বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তিনি।

সৌরভকে বাংলাদেশের পছন্দের সব খাবার খাইয়েছি : মিথিলা


অভিনয়েও বেশ সরব মিথিলা। মূলত ভালোবেসে অভিনয় করেন। আর এ ভালোবাসার কাজটি তাকে এনে দিয়েছে সম্মান-স্বীকৃতি। তবে এবার তিনি ‘সিন্ডিকেট’-এর কবলে পড়লেন।

আফ্রিকাতে বেশি ট্রাভেল করতে হয় : মিথিলা


সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিক্যুয়েলে থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার সিরিজের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। তাকে এখানে শায়লা চরিত্রে দেখা যাবে।

কলকাতার জনপ্রিয় অভিনেতা ঢাকায়, সঙ্গ দিচ্ছেন মিথিলা-নাবিলা ও সাফা


সিরিজটিতে এবার উঠে আসবে চট্টগ্রামের ইয়াবা সম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানিলন্ডারিংয়ের মূলহোতা হয়ে ওঠার জার্নি। এরই মধ্যে ৬ পর্বের এই সিরিজের শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে।

ঊর্ধ্বশ্বাস পেরিয়ে স্থির হওয়ার পরিকল্পনা মিথিলার


সিরিজটিতে মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান অভিনয়, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণসহ আরো অনেকেই।

89 thoughts on “‘সিন্ডিকেট’-এর কবলে মিথিলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *