এর আগে কোনো ছবির জন্য এত পরিশ্রম করিনি : বিজরী
দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘সাইলেন্স’। ছবিতে তার চরিত্রের নাম আফরোজা। সিরিজটি নির্মাণ করেছন ভিহি জাহেদ।
তবে মুক্তির আগেই ব্যাপক আলোচনা হচ্ছে ছবিটি নিয়ে। কারণ, একটি ঘটনাকে কেন্দ্র করে এটি নির্মাণ করা হয়েছে।
ওয়েব সিরিজটির ব্যাপারে বিজরী বলেন, ভালোবাসার দু’জন মানুষ পাশাপাশি থেকেও কতদিন চুপ করে থাকতে পারে? ভালোবাসার অনেক সময় হয়, ভিন্ন ভিন্ন রূপের হয়। এমনই এক ভিন্নধর্মী ভালোবাসার গল্প নিয়েই নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’।
অভিনেত্রী আরও বলেন, আমার জীবনে এর আগে কখনও কোনো ছবিতে অভিনয়ের জন্য এত কষ্ট করিনি। সত্যি বলতে গল্পের চরিত্রে একেবারেই ডুবে গিয়েছিলাম আমি। সেই সঙ্গে নতুনদের সঙ্গে কাজ করে নিজেকে আরও আপডেট করার এবং ভালোভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। তাই কাজটি করে অনেক তৃপ্ত আমি। ভবিষ্যতে এ ধরনের গল্পে আরও কাজ করতে চাই।
ছবির নির্মাতা জানান, আগামী ২৯ জানুয়ারি ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারিতে এর প্রচারণা শুরু করব।
উল্লেখ্য, বর্তমানে ওটিটির কাজে নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন বিজরী। সামনে রোজার ঈদের নাটকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।