আইপিএল গ্যালারিতে বসে ম্যাচ দেখতে এসে রাতারাতি ভাইরাল হয়েছেন এই ৫ সুন্দরী

চলছে বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লীগ আইপিএলের ১৫ তম আসর। এই টুর্নামেন্ট চলাকালীন মাঝেমধ্যেই এমন অনেক সুন্দরী মেয়েদের গ্যালারিতে বসে ম্যাচ দেখতে দেখা যায়, আর তারা সবার দৃষ্টি আকর্ষণ করে তোলে। এই প্রতিবেদনে তেমন কিছু রহস্যময় সুন্দরীদের সম্পর্কে বলা হয়েছে যারা আইপিএল চলাকালীন রাতারাতি খবরের শিরোনামে এসেছিলেন।

অদিতি হুন্ডিয়া
অদিতি হুন্ডিয়া

১) অদিতি হুন্ডিয়া:
২০১৯ আইপিএলের ফাইনাল চলাকালীন হঠাৎ গ্যালারির মধ্যে এক সুন্দরীকে দেখা যায়। এরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেন। এরপর তার নাম প্রকাশ্যে আসে, অদিতি হুন্ডিয়া। তিনি পেশায় একজন মডেল। ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হয়েছিলেন তিনি। এছাড়াও তিনি ভারতীয় উইকেট-রক্ষক ঈশান কিশানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে জানা যায়।
মালতি চাহার
মালতি চাহার

২) মালতি চাহার:
২০১৮ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচ চলাকালীন নেট দুনিয়ায় ভাইরাল হয় মালতি চাহার। জানা যায়, এই সুন্দরী সিএসকে দলের ফাস্ট বোলার দীপক চাহারের বোন। মহেন্দ্র সিং ধোনির একেবারে অন্ধ ভক্ত বলা যেতে পারে। মালতি পেশায় একজন মডেল। ২০১৮ সালে ‘মিস ইন্ডিয়া দিল্লি’ প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় হয়েছিলেন।
দীপিকা ঘোষ
দীপিকা ঘোষ

৩) দীপিকা ঘোষ:
২০১৯ আইপিএল চলাকালীন আরসিবি দলকে সাপোর্ট করতে আসা এক তরুণী হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে। এই ম্যাচটি ছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। লাল টপে ওই তরুণীকে সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ফেমাস হয়ে ওঠেন। এরপর জানা যায় তার নাম দীপিকা ঘোষ যিনি একজন কোরিওগ্রাফার এবং বিষয়বস্তু নির্মাতা।
কাব্য মারান
কাব্য মারান

৪) কাব্য মারান:
গত কয়েক বছর আগে, কলকাতা ও হায়দ্রাবাদ ম্যাচ চলাকালীন হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল হন এক সুন্দরী তরুণী। জানা যায়, তিনি সান গ্রুপের মালিক কালানিধি মারানের মেয়ে কাব্য মারান। সম্প্রতি ২০২২ আইপিএল নিলাম চলাকালীন কাব্য মারানকে খেলোয়াড়দের কিনতে দেখা গেছে। এছাড়াও তিনি সান টিভি এফএম চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন।
রিয়ানা লালওয়ানি
রিয়ানা লালওয়ানি

৫) রিয়ানা লালওয়ানি:
২০২০ আইপিএলে ৩৬তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে খেলা চলাকালীন হঠাৎ দর্শক গ্যালারির মাঝে দেখা গেল এক সুন্দরীকে। প্রীতি জিন্টার পাশে বসে থাকলেও তিনি বেশি নজর কাড়েন নেটিজেনদের। পরে জানা যায় তার নাম রিয়ানা লালওয়ানি। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে এই ম্যাচটি প্রথমবারের মতো দুবার সুপার ওভারের খেলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *