প্রেমে পড়ার সুযোগই হয়নি: শবনম বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী ও নবাগত আদর আজাদ অভিনীত ‘তালাশ’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এই সিনেমায় আরও অভিনয় করেছেন আসিফ আহমেদ খান, দীপক সুমন, মাসুম বাসার, মিলি বাসার, যোজন মাহমুদসহ অনেকেই।

বুবলীর ৬ বছরের সিনেমা জীবনে এটি ১৩তম সিনেমা। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মুক্তির আগে শবনম বুবলী কথা বলেছিন আমাদের সঙ্গে।

‘তালাশ’ দেখতে দর্শক কেন হলে যাবে?
কারণ এটি সমসাময়িক গল্পের সিনেমা, সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন—তাদের সিনেমা। সিনেমার নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি।

Didn't get a chance to fall in love: Shabnam Bubli

আর কোনো কারণ?
যারা মিউজিক ভালোবাসেন তাদের জন্যই এই সিনেমা। প্রেমে নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তালাশ’। সিনেমাটি দেখতে বিরক্তি আসবে না, এইটুকু বলতে পারি।

আপনার বিপরীতে নবাগত নায়ক। কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন?

সিনেমার গল্প ও চরিত্রগুলো শক্তিশালী হলে কোনো ধরনের চ্যালেঞ্জ থাকে না। পরিচালক সৈকত নাসির খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন। আদর আজাদ খুব মন দিয়ে অভিনয় করেছেন। এরই মধ্যে ট্রেলারে তার সুমন চরিত্রটি দর্শকের পছন্দ হয়েছে।
Didn't get a chance to fall in love: Shabnam Bubli
প্রেমের গল্পের সিনেমা দর্শক পর্দায় দেখবেন। আপনার নিজের জীবনের প্রেমের কী অবস্থা?
আমার তো ব্যক্তি জীবনে প্রেমে পড়ার সুযোগ হয়নি। প্রথম জীবনে পড়াশোনা নিয়ে ব্যস্ততা, তারপর সিনেমার ঢুকে পড়া। দর্শকের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এখন। তবে আমার বিশ্বাস, ভালোবাসায় সততা থাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *