নিপুণের মাঝি হলেন ফেরদৌস!
২০১৬ সালে ‘বায়ান্ন থেকে একাত্তর’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ফেরদৌস ও নিপুণ। পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। দীর্ঘদিন পর এই পরিচালকের নতুন একটি ছবি দিয়ে আবারও জুটি হিসেবে বড় পর্দায় ফিরছেন দুজন। ছবির নাম ‘সুজন মাঝি’।
ছবিতে ফেরদৌস মাঝির চরিত্রে আর নিপুণ বড়লোক বাবার শিক্ষিত মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। গাজীপুরের পূবাইলের গ্রামীণ লোকেশনে নাটকটির শুটিং চলছে।
পরিচালক এখানে মাঝি চরিত্রে ফেরদৌসকে উপস্থাপন করতে সব রকম সহযোগিতার ব্যবস্থা রেখেছেন। ফেরদৌস-নিপুণও মনপ্রাণ ঢেলে অভিনয় করছেন এ সিনেমায়। সম্প্রতি এই সিনেমার গানের দৃশ্যের চিত্রায়ণে অংশ নিয়েছেন ফেরদৌস-নিপুণ। বহুল জনপ্রিয় ‘তুমি আমার মনের মাঝি’ গানটি এখানে নতুন করে সংযোজন করা হয়েছে।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ঝন্টু স্যার একজন খ্যাতিমান নির্মাতা। তার হাত দিয়ে অনেক জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। তিনি একজন শ্রদ্ধেয় মানুষ। তার পরিচালনায় অভিনয়ের সুযোগ পেয়েছি। এটি আমার অভিনয় ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।
সম্ভবত সিনেমাটি খুব দ্রুতই মুক্তি পাবে। কারণ আমরা একটানা শুটিং করে কাজ শেষ করছি। আশা করি এটি দর্শকের ভালো লাগবে।
এদিকে একগুচ্ছ নতুন সিনেমার কাজ হাতে রয়েছে এই চিত্রনায়কের। এর মধ্যে বেশিরভাগই হলো সরকারি অনুদানে নির্মিত।