লিস্ট দেখেই গর্ব অনুভব করছি: নিপুণ
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’র মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশের ছবি উত্তর আমেরিকা ও কানাডার ১১২টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে!
২০ মে মুক্তির প্রতীক্ষায় থাকা এই সিনেমাটি দেশের বাইরে রেকর্ড সংখ্যক হল পাওয়ার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ার ক্রো। যা দেখে মুগ্ধ চিত্রনায়িকা নিপুণ আক্তার।
রোববার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
নিপুণ বলেন, দেশের এবং সিনেমার ভালো খবর দেখলেই মনটা ভরে যায়। উত্তর আমেরিকার আমাদের সিনেমার পথিকৃত পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো কানাডা ও আমেরিকার ১১২টি থিয়েটারে ইমপ্রেস টেলিফিল্ম এর পাপপুণ্য মুক্তি দিচ্ছে।
লিস্ট দেখেই গর্ব অনুভব করছি। বিশ্বের নামকরা থিয়েটারে আমাদের ১০০ প্লাস যাত্রাকে আসুন সবাই স্বাগত জানাই। সবার জন্য থাকছে উত্তর আমেরিকার থিয়েটার লিস্ট।
উত্তর আমেরিকায় এ সিনেমা সফল হলে আমাদের সিনেমার বাজার অনেক বড় হবে। শুভকামনা।