চিৎকার করে বলতে চাই, বাবা তুমিই আমার সব: দীঘি
বিশ্বের ৫২টি দেশে জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালিত হয়ে থাকে। এসব দেশে আজ বাবা দিবস পালিত হচ্ছে। বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে।
বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, তবু সম্মান জানানোর জন্য দিনটি পালিত হয়ে থাকে। বিশেষ এই দিনে শোবিজ তারকারা তাদের বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্মৃতিচারণ করেছেন।

ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি জানালেন বাবাকে নিয়ে তাঁর আবেগ-অনুভূতির কথা। দিঘী বলেন, প্রতিবছর বাবা দিবসে ভাবি তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলব, বাবা, তুমিই আমার সব।
কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ছোটবেলাতেই মাকে হারিয়েছি। একটা দিনের জন্যও তুমি আমাকে মায়ের অভাব মনে করতে দাওনি। তুমিই আমার জীবনের সেরা বন্ধু।