তাহসানের সঙ্গে মাহির প্রেম

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। গেল ঈদে তার অভিনীত ‘হাঙ্গর’ এবং ‘প্রয়োজন’ নাটক দুটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।

নাটকে অনেক অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেও তাহসান খানের সঙ্গে কখনো অভিনয় করা হয়নি মাহির। অবশেষে পছন্দের এই তারকার সঙ্গে কাজ করলেন তিনি। ‘তবুও ভালোবাসি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্না।

গত ২৯ মে ইউটিউবে জি সিরিজ বাংলা নাটক চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। বেশ সাড়াও মিলেছে। এরইমধ্যে ৮ লাখের বেশি ভিউ পেয়েছে নাটকটি।

তাহসানের সঙ্গে মাহির প্রেম

মাহি বলেন, ‘তাহসান ভাইয়ের গান আমার খুব ভালো লাগে। তার অভিনয়ও অসাধারণ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল তার সঙ্গে অভিনয় করার। এই নাটকটির মাধ্যমে সেই ইচ্ছা পূরণ হলো।’

তিনি আরও যোগ করেন, ‘নাটকে দেখা যাবে তাহসান ভাই গ্রাম থেকে ঢাকা শহরে আসেন। আমার এক ছাত্রের মামা তিনি। নানা বিষয় নিয়ে আমার সঙ্গে মতবিরোধ হয় তার। শেষ পর্যন্ত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *