শাকিব-অপুর জন্য রুম ব্যবস্থা করে দিতেন মালেক আফসারী

এবার লাইভ অনুষ্ঠানে এসে বোমা ফাটালেন পরিচালক মালেক আফসারী ।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে মালেক আফসারীকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। সেটা দেখেই কিছুটা ক্ষুব্ধ হয়েছেন তিনি। অপু বিশ্বাসের উদ্দেশ্যে আফসারী বলেন, “আপনাকে কবে থেকে ম্যাডাম বলে ডাকি জানেন? এক শীতের সময়, আউটডোর। মনে আছে, আপনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম দূরের বাংলোতে? কার ইশারায় জানেন? তাপসী ঠাকুরের। তিনি ‘মনের জ্বালা’ সিনেমার প্রযোজক।

শাকিব-অপুর জন্য রুম ব্যবস্থা করে দিতেন মালেক আফসারী

তিনি আমাকে ফোন করে বলেছেন, আপনাদের যেন এভাবেই রাখি। আমি অবাক হয়ে বললাম, একজন প্রযোজক হয়ে আপনি চাচ্ছেন নায়ক-নায়িকা একসঙ্গে থাকতে! তখন তিনি বলেন, ‘ওরা তো স্বামী-স্ত্রী। আপনি কসম করেন, কাউকে বলবেন না।’ আমি বলেছিলাম, ঠিক আছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার।”

অপুর উদ্দেশ্যে আফসারী বলে গেলেন, ‘এরপর দিন থেকে আপনাকে ম্যাডাম ডাকি। কারণ আপনি শাকিব খানের স্ত্রী। আপনাকে তো ম্যাডাম না ডেকে পারি না।’

মালেক আফসারী অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও প্রকাশ করেন। ইন্ডাস্ট্রির নানান বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এটা নিয়ে তাকে ব্যাঙ্গ করেছেন অপু। সেজন্যই নতুন ভিডিওতে অপুকে জবাব দিয়েছেন তিনি।
শাকিব-অপুর জন্য রুম ব্যবস্থা করে দিতেন মালেক আফসারী
আফসারী আরও বলেন, ‘আমি আপনাকে ট্রল করেছি, হজম করতে হবে। আমাকে নিয়ে ট্রল করেছেন, এটাও আমার হজম করতে হবে। মিডিয়ায় এসব ট্রল চলবে। সবাই বিনোদন নেবে। রিকশা-ভ্যানচালক অবসর সময়ে এসব থেকেই বিনোদন নেবে, ইউটিউব থেকে বিনোদন নেবে।’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলের নাম আব্রাহাম খান জয়। অপু-ই তাকে বড় করে তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *