অনেক মেয়ে বলে আমি তাদের অনুপ্রেরণা: বাঁধন

স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’; একইসঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আজমেরী হক বাঁধন।

উৎসবের সমাপনী দিনে শনিবার পুরস্কারপ্রাপ্ত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ; এতে বেস্ট ফিচার ফিল্ম বিভাগে পুরস্কৃত হয়েছে ‘রেহানা মরিয়মন নূর’ ও বাঁধন পুরস্কার পেয়েছেন ইন্টারপ্রিটেশন বিভাগে।

পুরস্কার প্রাপ্তিতে স্পেন থেকে বাঁধন সংবাদমাধ্যমকে বলেছেন, আমি খুশি, আনন্দিত। এই অর্জন আমার একার নয়, পুরো টিমের। সেইসঙ্গে এই অর্জন বাংলাদেশের। আমি দারুণ উচ্ছ্বসিত।

এখানে আমিই একমাত্র বাংলাদেশি, আর কোনো বাঙালিও নেই। বিভিন্ন দেশের জুরি আছেন। অন্য ভাষার একটি সিনেমার প্রতি তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। ভিনদেশে আমার সিনেমার সংলাপ ধরে ধরে তারা কথা বলছেন আমার সঙ্গে।

আশনা হাবিব ভাবনা

পুরস্কার পাওয়ার পর ওখানকার সাংবাদিকদের সঙ্গেও কথা হয়েছে বাঁধনের? এ নিয়ে তিনি বলেন, বেশ কিছু ম্যাগাজিন ও পত্রিকার সাংবাদিক আমার সঙ্গে কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন। স্পেনের এই শহরের সাংবাদিকরা আমার অভিনয়ের প্রশংসা করেছেন, সিনেমার প্রশংসা করেছেন। তারা বার বার বলেছেন, বাংলাদেশে এতো সুন্দর সিনেমা নির্মাণ হয়? তারা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে খোঁজ নিয়েছেন।

দর্শকদের রিঅ্যাকশন কেমন ছিল? জানতে চাইলে বাঁধন বলেন, দর্শকরা সিনেমা দেখার পর সরাসরি আমার সঙ্গে কথা বলেছেন। তারা আমাকে ‘রেহানা’ বলে ডেকেছেন। রেহানা এবং বাংলাদেশ কথাটি অনেক দর্শক উচ্চারণ করেছেন। আমার মন ভরে গেছে। তারা আমাকে চেনেন না, কখনো দেখেনি। কিন্তু একটি সিনেমা দেখার পর যেভাবে ভালোবাসায় জড়িয়েছেন, অভিনেত্রী হিসেবে চিরদিন মনে রাখব। দূর দেশে এসে ‘রেহানা’ ডাক শুনে মন ভরে গেছে।
অনেক মেয়ে বলে আমি তাদের অনুপ্রেরণা: বাঁধন
শিল্পী জীবন আর ব্যক্তি জীবন আলাদা করে দেখেন? অভিনেত্রী বলেন, শিল্পী জীবন আর ব্যক্তি জীবন আলাদা করে দেখি না। দুটোই তো আমি। কী হতে চাই, সেই ভাবনা ছিল না। ভালো মানুষ হতে চেয়েছি সব সময়। ভালো মা, ভালো বোন, ভালো মানুষ হতে চেয়েছি। রেহানা মরিয়ম নূর আমাকে অনেক দিয়েছে। দেশে ও বিদেশে অনেক সম্মান পেয়েছি। এটা আমার জন্য অনুপ্রেরণা।

একজন নারী হিসেবে কোন বিষয়টি বেশি ভালো লাগে? বাঁধন বলেন, অনেক মেয়ে আমার কাছে আসেন। অনেকে ফেসবুকেও যোগাযোগ করেন। অনেকে বলেন, ‘আপনি কিভাবে এত কিছুর পরও সামনে এগিয়ে যাচ্ছেন? আপনি আমাদের অনুপ্রেরণা।’ তারা বলে, ‘আপনাকে দেখে সাহস পাই সামনে এগিয়ে যাওয়ার।’ তখন খুবই ভালো লাগে।

1,114 thoughts on “অনেক মেয়ে বলে আমি তাদের অনুপ্রেরণা: বাঁধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *