সোনার চর’ সিনেমার কাজে ফিরলেন মৌসুমী

ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। সম্প্রতি একটি ইস্যুতে সমালোচনার মুখে পড়েন নায়িকা। তবে নিজেকে সামলে সিনেমার কাজে ফিরেছেন মৌসুমী।

গত বুধবার (২৯ জুন) ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ে অংশ নেন মৌসুমী। এফডিসির ডাবিং স্টুডিওতে তার (মৌসুমী) অংশের ডাবিং সম্পন্ন হয়েছে।

চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর বেশ আগে থেকেই খানিকটা দূরত্ব ছিল। কিন্তু ‘সোনার চর’ সিনেমার মাধ্যমে তাদের মধ্যকার দূরত্বের অবসান ঘটে। এ সিনেমায় একসঙ্গে পর্দা শেয়ার করেন তারা। এমনকি শোনা যায়, এ সিনেমা করতে গিয়েই তাদের মধ্যে পারিবারিক (ভাই-বোন) সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি জায়েদের বিরুদ্ধে মৌসুমীকে বিরক্ত করা ও সংসার ভাঙার চেষ্টার অভিযোগ আনেন ওমর সানী। যা এক পর্যায়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। ফলে ‘সোনার চর’ সিনেমাটির কাজ অনিশ্চয়তায় পড়ে। তবে মৌসুমী কাজে ফিরে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন।

মৌসুমী বলেন, ‘সোনার চর একটি জীবন-ঘনিষ্ঠ সিনেমা। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। গরমের কারণে শুটিং করছি না। তবে ডাবিং করেছি।’

অন্যদিকে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, ‘সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি আছে। খুব শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব।’

এক্সেল ফিল্মসের ব্যানারে জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমায় ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি, শাওন আশরাফ, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকেই।

165 thoughts on “সোনার চর’ সিনেমার কাজে ফিরলেন মৌসুমী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *