অন্যের বুদ্ধিতে ফিটনেস নষ্ট করেছে পূজা : আজিজ

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সম্প্রতি ফের খবরের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের কমেন্ট বক্সে আজিজ মন্তব্য করেন, ‘মাহি ‘অগ্নি ৩’-এ থাকছেন না। কারণ, এই সিনেমার জন্য যেমন ফিটনেস দরকার, সেটা মাহির নেই। আজিজ বলেছিলেন, ‘মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।’

INAAYA

মাহিকে নিয়ে আজিজের ওই মন্তব্যের পর ব্যাপক আলোচনা-সমালোচনা হয় নেটমাধ্যমে। তবে বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় এক পোস্টের মাধ্যমে তিনি সেই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যাও দেন। আজিজের দেওয়া সেই পোস্ট আরও একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়। আর তা হচ্ছে এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিকে নিয়ে। ‘অগ্নি ৩’ তে পূজার অভিনয় করার কথা উঠেছিল।

তবে এ প্রসঙ্গে ওই স্ট্যাটাসে আজিজ লেখেন, ‘তবে, হ্যাঁ পূজাকে অগ্নি বানানোর জন্য জাজ প্রশিক্ষক রেখে তার বডি ফ্লাক্সিবল করেছিল। নিয়মিত জিম করত। নিজেকে ফিট রাখত। কিন্তু হঠাৎ করে অন্য কারও বুদ্ধি শুনে, নিজের ওজন বাড়ায় বডি ফিটনেস নষ্ট করে। তাই পূজাকে অগ্নি হিসাবে নেওয়া হচ্ছে না।’
INAAYA
তিনি আরও লেখেন, ‘তবে আমার ব্যক্তিগতভাবে পূজার জন্য দুঃখ হয়। কারণ, ১০০টা পোড়ামন-২ বা দহন (অন্য কোনো সিনেমা ধারে কাছেও নেই) তাকে ১০০ বছর বাঁচিয়ে রাখবে না, যা একটি অগ্নি দিয়ে সম্ভব। আর হলিউড থেকে অগ্নির সিকুয়াল হবে। তাই যে অগ্নি করবে, সে হয়ে যাবে সারা বিশ্বের স্টার। আর দুঃখটা এখানেই। সবই ভাগ্য। আর ভাগ্যটা আমরা নিজেরাই তৈরি করি। চলবে…।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *