নায়কদের নামে কোরবানির গরু, আপত্তি জানালেন ওমর সানি

আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায় এই ঈদে পশু কোরবানির মাধ্যমে স্রষ্টার নৈকট্য পাওয়ার চেষ্টা করে থাকেন। তাই কোরবানির জন্য পশু বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে রাজধানীসহ সারা দেশে।

প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম করণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কদিন ধরে কোরবানির পশুর হাটে তারকাদের নামে পশু বিক্রি করার খবর আসছে গণমাধ্যমে।

সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান থেকে শুরু করে ডিপজল, জায়েদ খানের নাম। বলিউডের শাহরুখ খানের নামেও বাজারে আনা হয়েছে কোরবানির গরু।

নায়কদের নামে কোরবানীর পশুর নাম রাখায় আপত্তি জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’

তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *