বয়স ৪২ পেরোলেও চেহারায় নেই ক্লান্তির ছাপ, রাইমার সুন্দর রূপের রহস্য কি!

বয়সের সাথে সাথে সৌন্দর্য ধরে রাখা সহজ কথা নয়। কিন্তু সঠিক পরিচর্যার কারণেই সৌন্দর্য প্রাপ্তি ঘটে। ইতিবাচক মনোভাবও সৌন্দর্যের প্রতিফলন ঘটায়। রাইমা সেন (Raima Sen) ইতিবাচক হওয়ার সাথে সাথেই স্টাইলিশ।

Raima Sen
Raima Sen

সম্প্রতি নেটদুনিয়ায় তাঁর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিগুলিতে রাইমার পরনে রয়েছে কালো রঙের কো-অর্ড সেট। কো-অর্ড সেটটি ডিপ নেক। তাতে রয়েছে কালো রঙের রাফল কারুকার্য।

Raima Sen
Raima Sen

কো-অর্ড সেটটি টু-পার্ট। একটি কালো রঙের ডিপ নেক ব্লেজারের সাথে রয়েছে একটি কালো রঙের ফ্লেয়ারড ট্রাউজার। তার সাথে রাইমা পরেছেন হাতের আঙুলে আংটি ও কানে জাঙ্ক ইয়ারিং। চুলে বাঁধা রয়েছে পনিটেল। মুখের সামনে পড়ে রয়েছে ফ্রিঞ্জ।
Raima Sen
Raima Sen

89 thoughts on “বয়স ৪২ পেরোলেও চেহারায় নেই ক্লান্তির ছাপ, রাইমার সুন্দর রূপের রহস্য কি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *